এনএসভি
পুরুষদের স্থায়ী পদ্ধতি/ভ্যাসেকটমি/এনএসভি (NSV)
যেসব পুরুষের কমপক্ষে দুটি জীবিত সন্তান রয়েছে ও ছোট সন্তানের বয়স কমপক্ষে ১ বছর হয়েছে এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে আর কোন সন্তান নিতে চান না তাদের জন্য ভ্যাসেকটমি/এনএসভি একটি নিরাপদ ও কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
ভ্যাসেকটমি/এনএসভি অপারেশন কিভাবে করা হয়
এ পদ্ধতিতে ছুরি বা সার্জিকেল ব্লেডের প্রয়োজন হয় না। সার্জিকেল ব্লেডের পরিবর্তে বিশেষভাবে প্রস্তুতকৃত সরু ও ধারালো ফরসেপের সাহায্যে অন্ডথলির মাঝ রেখা বরাবর মাত্র একটি ছিদ্রকরে উভয় পার্শ্বের শুক্রবাহী নালী বের করে এনে বেঁধে কেটে দেয়া হয়। ফলে কোন সেলাই লাগে না এবং রক্তপাতও হয় না। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে এনএসভি পদ্ধতিতে ভ্যাসেকটমি করা হয়।
ভ্যাসেকটমি/এনএসভি অপারেশনের সুবিধা
ভ্যাসেকটমি/এনএসভি অপারেশনের অসুবিধা
ভ্যাসেকটমি/এনএসভি অপারেশনে সরকার কর্তৃক গ্রহীতাকে ১টি লুঙ্গি ও প্রয়োজনীয় ঔষধপত্রসহ নিম্নলিখিত আর্থিক সুবিধা দেয়া হয়। এছাড়াও রেফারকারীকে গ্রহীতা প্রতি ৩৪৫.০০ টাকা প্রদান করা হয়।
মজুরী ক্ষতিপুরণ ভাতা |
- |
১৬১০.০০ টাকা |
খাদ্য ভাতা |
- |
৩৪৫.০০ টাকা |
যাতায়াত ভাতা |
- |
৩৪৫.০০ টাকা |
মোট |
- |
২৩০০.০০ টাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস